চিত্রকোট ইউনিয়নের অধিকাংশ লোকই মুসলিম। এখানে অতি প্রাচিন কাল থেকেই মুসলিম বসতি গড়ে উঠে। এখানকার মুসলিম জনসংখ্যার মৃত্যুর পড়ে সৎকার এর জন্য মোট ১০ টি কবরস্থান রয়েছে।
এর মধ্যে উল্লেখ যোগ্য হলঃ
১। খালপাড় কবরস্থান।
২। খালপাড় নয়াহাটি কবরস্থান।
৩। ঘোষ নগর কবরস্থান।
৪। কালিপুর- কমলপুর কবরস্থান।
৫। গিরি নগর কবরস্থান।
৬। তিন গ্রাম কবরস্থান।
৭) মরিচা কবরস্থান
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস